রঙ বদলে দিলেই ভেতর বেদলে ফেলা যায় না
ছদ্মবেশে থাকার অভ্যাস তাদের পুরোন না
জঘন্য মানুষ সব আজ পীরের বেশে
রঙ বদলায়ে ছুটছে নতুন মুখের সন্ধানে।
দোতারার সুর ভিন্ন হলে হয় বেসুরা
রাজাকার এখন পতাকা লয়ে সংসদ নেতা
রক্তক্ষয়ী সেই যুদ্ধ গোলা গুলি
কানে বাজে আজও তীব্র কান্নার আহাজারি।
আলবদর ছিল যে একাত্তরে
ভালো মানব সেজে ঘুরে বেড়াচ্ছে
স্বাধীন এই বাংলার মাটিতে।
ভণ্ড সাধু হয়ে করছে মানব সেবা
যারা স্পর্শ করেছিল শত নারীর পবিত্র দেহ
নোংরা করেছে আমার জন্মভূমি
আজ রঙ বদলে তারা এমপি মন্ত্রী।
শুধু বদলায়নি তাঁরা মুক্তিযোদ্ধা হয়ে
রাজপথে চালাচ্ছেন ভ্যান রিকসা যাঁরা
প্রখর রোদে ভাঙছেন ইট পাথর খোয়া
যাঁরা বুকে গুলি বয়ে এনেছেন স্বাধীনতা।