অনুভূতির মাঝে আমি তবু শুন্যতায় অনুভূতি
পুরো বেলা গ্রাস করেছে নির্ঝর ধোয়ায়,
দুপুরের বালি কণা অঝড়ে উড়ে বেড়ায়
ছিটকা বাতাসে চোখের কোণঘেঁষা আবচ্ছা ধোঁয়া।

বিন্দুযোগে ঘুরে বেড়াই তবু নজরে মেঘলা দোহায়
অশ্রুকণা ঝরা ঝরা আমার পথগামী কাটায় ভরা,
রক্তপা রসরসে পা ফেললেই শিউরে সব অনুভূতি
দৃষ্টি কোলাহল তবু  কোথায় বেরিয়ে পড়ি অজানাতে।

আমি আজ নিজেকে করেছি মুক্ত
রুদ্ধ করেছি আমার অতীত যেখানে আমার আত্মনাশ,
যাব না আর ফিরে পেছনের এলমেলো ভীড়ে
দেখি আমি আজও যেখানে রয়েছে গ্রাস করা রোদ্র।

এই যে আমি, এই যে আমি, এই যে আমি
আমার মত আমি, নেই কারো একটু হাতছানি,
নষ্টামির মাঝে হারিয়ে আমাকে এখনো খুঁজি
রক্তে মিশে রক্তজবা বাহিরমহল সিক্তায় ভরা।

ভুলেছি সেই আধারহীন বেলার টুকটুকে তারা
কি নেই আমার তারার মাঝেই অনুভূতি আড়াল ;
কেন আমি এমন হয়ে গেলাম বিদ্ধেষ  মনমরা
আমি বেরুব আমাকে খুঁজতে হারিয়েছি যেখানে।



তারেক
ময়মনসিংহ