বীণাপাণি লয়ে সাথ পথ হাটি কত ক্রুশ
হাটু লয়ে চলিবার তরে ব্যাথ্যা রক্ত স্রোত
কন্ঠিকাস্বর স্তব্ধীভূত আওয়াজ নাহি বেরোয়
ধু ধু মরুভূমি উটের নিশাবসান কতদূর।
রুদ্ধ জ্ঞানাঙ্কুর তীক্ষ্ণ বুদ্ধিমালা
বিদ্যাকারী অসামাল কুণ্ঠিতা সমান্তরাল
যা টুলবার কিংবা তমাল বিদায় ভ্রান্তপথ
শিকারি হইবার বাসনা কার না মনে লয়।
উদাসীন মনোভাবে বন্দুকধারী হয়ে চলন
ক্ষণেক্ষণে ঝটকা গুলিতে পাখিশিকারি
হয়ে সিংহদেবের সাথে যুদ্ধ নেমেছি ক্ষণ
কাঠখড় পাশে লয়ে চাবুক মারছি প্রখর।
অশ্ব জোড়া ছুটছে বেঘোর খট খট আওয়াজ
রাজাউজীর ভাব নিলাম হাতে লম্বা শক্তিবল
অহিন্দু ইংরেজ স্বভাবের মস্তক ধুলাই পূর্বেকার
জীব হত্যা মহাপাপ যীশুর গ্রন্থপাতায় হস্তছাপ।
কেউ ছিল মানব শিকারি কেউ বা প্রাণ পিয়াসু
আমি হলাম ভ্রান্ত পথের পাথর কুড়ানো পথিক
চেয়েছিলাম দ্বিধাহীন মনোরথের সমাপ্তি খুঁজব
কিন্তু আজ আমি অন্য মানুষ রুপে পুড়ছি অনলে।