আজ আমি দেখি
কত কবিতা হয়েছে রচনা
কত কবিতা করিতেছে পাঠ
হয়েছে কত প্রকারের কবি সৃষ্টি।
এখনকার কবিদের কথাই তুলি
মনের মাঝে তাদের যত দাম্ভিকতায় ভরা
এমন ভাব নিয়ে চলে যেনো হয়েছে কত জ্ঞানী
করেছে কত দূর্লভ অর্জন মনটা হিংসায় ভরা।
চেহারা দেখে মনে হয় কর্কট ক্রান্তি ভর করেছে মুখে
বিশ্রী রাখে করে মনের মাঝে সকল সুখ প্রশান্তি
এই হলো আজকের বড বড় কবি।
দু চারটি বই হয়েছে বের
তাতেই যেনো পা পড়ে না বিদ্বেষে চারিপাশ ভরা
এই গুলো কবি নয় আমি মানি না তাদের কবি
যারা অন্যের কথায় মূল্য দিতে যানে না,
পারে না অন্যের মুখে ফোটাতে একটু হাসি।
কিসের এরা কবি?
দু চারটি চরণ লিখে বেশ ধরেছে মহাকবির
কবিদের মনের মাঝে ভালোবাসার প্রদীপ জ্বলবে
প্রেমে ভরিয়ে দিবে প্রতিবেশীদের কষ্টকর দিন গুলোকে
আমি এদের মানি কবি,অন্যের দুঃখ অনুভবে রাখে যারা
বই বের হলেই পুরষ্কার পেলেই কবি হওয়া যায় না।
আমি কবি নই আজকের কবিদের ভাবটা বুঝতে পারি
আমার সাথে ঘটে ছিলো এমনি বিশ্রীরকম কাণ্ড
যে বড় মাপের কবি বলে পরিচয় দিয়েছিলো নিজেকে
পড়েনি মোর দুটি লাইন লেখা চরণ,কি ভাবটাই নিয়ে ছিলো সেদিন।
কষ্ট পাইনি মনে তবে কি যেনো ভেংগে যাচ্ছিল সোজড়ে
অপমান লেগেছিলো অন্তরে ছিদ্র হয়েছিলো বক্ষপিঞ্জর
পিছন ডেকে বলেছিলাম তাকে, ও ভাই শুনছেন?
অশ্রুজলে ভিজিয়েছিলাম বুক তবু তার সাড়া নাহি মিলে
গাড়িতে উঠিল চড়িয়া আর আমি পড়ি মাটিতে লুটাইয়া।