বন জংগল পাহাড়তলি ঘিরে রেখেছে নারীজাতি
বিচরণ তাদের সব জায়গাতে খুঁজ মিলিবে সব খানেতে
যেথায় যাবে সেথায় পাবে যদি খুঁজো খুঁজার মত করে
নিশ্চয়ই পাবে সর্গ তুমি যদি রুপ ধরো লালনের।
নারীধর্ম যদি চাও লালন শাহ্ এর নারীত্বের মাঝে সামিল হও
পাবে তুমি মাংসপিণ্ড হবে সব ছিন্নভিন্ন দুয়ারে করিবে হানা
তোমার মাঝেই যে থাকিবে কামরত্ন বাসনার বাক্স খানা
যদি পারো ধার দিও বিক্রি না করে মুনাফাখোর হইও না।
কত নারী ধরিবে সারি তোমার চরণ তলে ঝুঁকিবে মাথা
তুমি যে হবে তাঁহাদের যৌবন কালের একমাত্র কামদেবতা
চাও কি তুমি কোমল প্রাণে নারীজাতির মনোগ্রাহী বাসনা?
যাও তবে পাহাড়তলি শিঙা করো খাড়া রুদ্ধকরিও শ্বাস।
পাহাড়চূড়া জয় করা এত সহজ না কর্মঠ হতে হবে তোমায়
দীর্ঘপথ অতিক্রম করলেই দীর্ঘায়ু মিলিবে তোমায়
তুমি হবে নারীদেশের রাজা শত শত দাসী পাবে তুমি
রাণী হবে হাতের আঙ্গুলী যদি হতে পারো লালন রূপধারী।
নারীত্ব করিবে শাসন তোমায় মিলিয়ে কুমারী
প্রেমের ফাদে ফেলিবে মন তোমার যে থাকিবে ভরা যৌবন
যার হবে না ক্ষয় নিস্তেজ, থাকিবে অটুট শক্ত রাখিবে মনোবল
জয় তোমার হবেই পুরুষত্ব যে আছে তোমার লালন বলেন উচ্চ স্বরে।
২৯/৩/১৮