মন যে তোমার পাষাণ
বুঝবে কি ভাবে প্রেমে কি যে টান?
না না,
না না বলো যত
সত্য চাপা নাহি থাকে
আমি তোমার প্রেমিক পুরুষ
আলতো করে ছুঁয়ে দেখো।
ধুর ছাই,
ধূর ছাই বলে কিছু নাই
মনটা করো নরম
আমার পাণে তাকাও
হাতটি মোর ধরে
আকাশে উড়াল দাও।
কি জ্বালা কথায় কথায় কবিতা,
কথায় কথায় কবিতা
আমি তো বলিনা
বলে আমার ভেতরের হিয়া
তোমার জন্য পাগল যে
দুষ্টু পরান পাখিটা।
হইছে তোমার?
কিভাবে হয়
তুমি তো দিচ্ছ না সাড়া
আজকে আমি হয়েছি পাগল
তোমার দিকে আমার অস্তিত্ব হানা।
খোদা আমায় বাঁচাও,
খোদা বলে ডাকো যাকে
তার দিকে আমিও তাকিয়ে
কবে মিলিয়ে দিবে তোমায়
আমার ছোট পুষ্প ঘরে।
তুমি কি তাই চাও?
চাইলে কি পাওয়া যায়
মন তো কত কি চায়
তাই বলে কি মন
তার ইচ্ছে মত সব কিছু পায়?