দেয়াল ঘড়ির ঘন্টাটি বাজতেই বুকের মাঝটা  উঠিল কেপে
বারোটা বেজে গেছে স্বাধীনতার রক্তারক্তি স্রোতে ডাকছে আমায়
চারিদিকে নিস্ততব্ধ যেনো আজ সেই রাত ভর করেছে অধরায়
যে রাতের ভোর ঘিরে ছিলো রাজপথের মাঝে তীব্র শ্লোগান।

স্বাধীনতার তরে সেই ২৬ শে মার্চ হাতে ছিল লাঠি দা বটি
শুধু কি তাই গুলি করতেও পিছু পা হয় নি বাঙালি জাতি
নদীর জলের মত রক্ত প্রবাহিত হয়েছিলো কৃষ্ণচূড়ার প্রাঙ্গনে
দীর্ঘ নয়টি মাস বেঁচে ছিলাম রুদ্ধশ্বাস প্রকৃতির ধ্বংসমুখে।

কত মা বোন কত না নিরীহ  বাঙালী কত যে দিয়েছে প্রাণ
চারিপাশ ঘিরে ছিলো পঁচা গলে যাওয়া গন্ধ অর্ধগলিত শহীদের লাশ
ত্রিশ লাক্ষ রক্তক্ষয়ী প্রাণের বিনিময়ে পেয়েছি এই স্বাধীন শব্দটা
হয়েছি মোরা মুক্ত জয় করেছি মাতৃভূমিবল আমরা যে বীর বাঙালী।

স্বাধীনতা তুমি মোর কতারতা,তুমি মোর হৃদস্পন্দন
তুমি দিয়েছো রক্তিম লাল সূর্যোদয় দিয়েছো শহীদের প্রাণের মূল্য
তুমি রয়েছো আমার মনে অন্তরের অন্তঃস্থলে রাখিব তোমায় যতনে
তোমার মূল্য ত্রিশ লাক্ষ প্রাণ তুমি বাঙালি জাতিরপিতার এক মহান স্বপ্ন।