আলোকলতা কি দেখো দূর পানে?
যাকে তুমি খুঁজে বেড়াচ্ছো সেই
প্রেমিক পুরুষ তো পেছন কপাটের আড়ালে।
আলোকলতা প্রখর দৃষ্টি খান্ত করো ক্ষণে
চক্ষু তো হবে বেমালুম,
ভাবনি কি কোনো প্রহরে?
তুমি আজও কেনো থাকো প্রবল হাওয়ায় কান পেতে?
তার মায়া কি পারো নি কাটিয়ে উঠতে?
আর কত সন্ধ্যা প্রহর গুণবে তাকে ভেবে?
খান্ত দাও এইবার অশ্রুকণা মুছে।
নূতন দিগন্তে একটু সাড়া দাও
পুরনো স্মৃতি ভুলে সাতরঙে ডুব দাও
আর কত অপেক্ষাযুক্ত সময় করিবে বিনষ্ট?
আলমারি থেকে প্রতিচ্ছবি ছিটকে ফেলো
ছলনাযুক্ত প্রেমে কেনো ডুবে মরতে চাও বলো?
আলোকলতা পাশে পাবে আমায় কথা দিলাম
সূর্যোদয় দেখবে আমার কাঁধেচাপা গন্ধবহ ঘ্রাণে
প্রতারণা নেই মোর হিয়ায় স্পর্শমণি দেখো অনুভবে
এই আমি সাজাতে চাই তোমায় কনকচাঁপা ফুলে।
ডুবুরী হয়ে তুলে দিব শালুক
মুছে দিব লাল শাপলাচত্বরে রক্ত মাখা দুখ
ঘুম হব তোমার প্রশান্তি পাবে মোর অন্তর মাঝে
হাতটা দাও মুষ্টিবদ্ধ হও আমার চোখেরসুখ মনে মাখাও।
আলোকলতা চলো একটু হাটি সুভাস গ্রহণ করি
তোমার প্রতি আমার মনের জাগরিত প্রেম বদল করি
চুপ কেনো তুমি? পথ চলতে কিসে বাধা তোমার এই ক্ষণচরে?
আজ না হয় তুমি বিশ্রাম নাও,মেঘ সরিলে আসবি অন্যপ্রহরে।