কান্না করতেও ভয় লাগে,
যদি চোখের জলে
বেড়ে যায় আর এক ফোটা
বন্যার জল।
হৃদয় যে ভারাক্রান্ত বেদনায়,
তবু থেমে থাকে অশ্রুর ধারা,
জলের সাথে জলের মেলামেশায়
নদী হবে উচ্ছ্বসিত, ভাসাবে আমায় ধারায়।
চোখের জলে সিক্ত মন,
তবু থেমে থাকি, চেপে ধরি দুঃখ,
যদি বন্যার জলে ভেসে যায়
সব স্বপ্ন, আশা, আর বেঁচে থাকার সুখ।
বাতাসে ভাসে কান্নার শব্দ,
তবু নীরব আমি, আঁখি নিস্তব্ধ,
কান্না করতেও ভয় লাগে,
যদি এই চোখের জলেই জন্ম নেয়
আর এক নিঃশেষিত বন্যার ছন্দ।
তাই চুপচাপ থাকি, মুখে হাসি,
মনের গভীরে বয়ে যায় বেদনার নদী,
তুমি জানো না, আমি জানি,
আমার চোখের জলে লুকানো আছে
ভাঙনের আরও এক গল্প, আরও এক ক্ষতি।