স্বাধীনতা তোমার নাম যে
মুক্ত বাতাসে ভেসে থাকা,
সব বাধা পেরিয়ে পাখির মতন
দিগন্তে উড়ে যাওয়া।
স্বাধীনতা তোমার নাম যে
স্বপ্নের ছোঁয়া, বাস্তবের বীজ,
নিজের পথে হাঁটতে শেখা
অন্ধকারে খুঁজে পাওয়া দিশা।
স্বাধীনতা তোমার নাম যে
নিঃশব্দে বলার সাহস,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
অন্যদের মাঝে ছড়ানো আলো।
স্বাধীনতা তোমার নাম যে
ভালোবাসার মুক্তি, ভাবনার স্রোত,
নতুন দিনের সূর্যোদয়ে
জীবনের নতুন গান।
স্বাধীনতা তোমার নাম যে
বুকের ভিতর জাগানো আশা,
দেশের মাটি, নদী, মাঠে
স্বপ্নের বীজ বোনা চাষা।
স্বাধীনতা তোমার নাম যে
কাঙ্খিত লক্ষ্য, অতলান্ত নীল,
জীবনের প্রতিটি ধাপে
স্বাধীনতার সুরে বাঁধা এক নতুন মিল।