সব যুদ্ধই একদিন থেমে যায়,
রণক্ষেত্রে জন্ম নেয় ঘাসফুল।
মৃত সৈনিকদের স্মৃতিতে মিশে
মাটির গভীরে জমা হয় কল্পতরু।
রক্তের রঙে রঙিন যে পৃথিবী,
তাতে আবার ফুটবে নতুন সকাল।
আহত হৃদয়ে আশার আলো
জ্বলবে নতুন করে, নিঃশব্দ সমাধান।
সব ঝড়ে পরিশুদ্ধ হয় আকাশ,
বৃষ্টির জলে ধুয়ে যায় সব দুঃখ।
জীবনের লড়াইয়ে শিখতে হয় যে,
অন্ধকারের পরেই আসে সূর্যোদয়, সেই সোনালী মুহূর্ত।
নতুন সূর্য ওঠে প্রতিদিন,
মুছে দেয় সকল অশ্রু, সকল হাহাকার।
মৃত্যুতে শেষ নয় কিছুই, বরং
প্রাণের খোঁজে খুঁজে পাই নতুন রাহে, নতুন আলোর উৎসার।