পুরিয়ে ফেলেছি আমি সব কবিতা,
অন্তরের আগুনে, শব্দেরা পুড়েছে,
যে হৃদয়ে ছিল ভালোবাসার সুর,
সেই হৃদয়েই আজ শুধুই শূন্যতা।
যে কাগজে লেখা ছিল স্বপ্নের কথা,
তাতে এখন ছাইয়ের কণা,
শব্দেরা হারিয়েছে, হারিয়েছে ছন্দ,
যন্ত্রণার আঁচে রয়েছে হৃদয় পুরার গন্ধ।
পুরিয়ে ফেলেছি আমি সব কবিতা,
যে প্রেম ছিল সবার ওপরে,
সে প্রেমই আজ নেই, নেই আর কোন
শব্দের মালা, নেই কোনো রূপের ছোঁয়া।
শুধু রয়ে গেছে ছাইয়ের স্তূপ,
সেই ছাইয়ের মাঝে জ্বলছে এখন
অতীতের স্মৃতি, ভাঙা হৃদয়ের টুকরো,
পুরিয়ে ফেলেছি সব, তবু বেঁচে আছে ব্যথা।
পুরিয়ে ফেলেছি আমি সব কবিতা,
তোমার নাম, আমার অভিমান,
সব হারিয়ে গেছে আগুনের স্পর্শে,
তবু মুছে যায় না হৃদয়ের অভিমান।