নীরব রাতে স্বপ্নেরা ফিসফিস করে,
মনে জমে থাকা অজানা কথারা,
কলমের কালি শুকিয়ে যায় অবুঝ অভিমানে,
তবুও লিখতে পারি না, বুকে চেপে ধরে।
শব্দের মিছিলে হারায় আবেগের পথ,
অন্ধকারে ডুবে যায় ভাবনারা অবিরত।
মনের আকাশে জমে আছে অনেক তারা,
তবুও কাগজে আঁকতে পারি না কোনো রূপকথা।
ভাবনারা তবু উড়তে চায় মুক্ত আকাশে,
তাদের ডানা ঝাপটানো শুনি গভীর নিঃশ্বাসে।
কলমের ডগায় থমকে থাকে লেখার বেদন,
তবুও শব্দেরা যেন পায় না কোনো জীবন।
কারণ আমি কবি হতে আসি নাই,
শুধু মনের ভার লাঘব করতে চাই।
শব্দেরা আমার সঙ্গী হয় অন্ধকারে,
তাদের সাথে কথা বলি নিঃশব্দে, গভীরতারে।
যতটুকু ব্যথা, যতটুকু সুখ
সবটা ধারন করে আমার বুক।
তারপরেও আমি লিখি না
কারন আমি কবি হতে আসি নাই!