এক বিকেলে সূর্যাস্তের আলোয় রাঙিয়ে তুলব পুরো আকাশ, হাত ধরাধরি করে হাঁটব নির্জন বীচের বালিয়াড়িতে।

তোমার কি কিছু বলার ছিল?

এই বলে তুমি রাজ্যের সমস্ত আবেগ নিয়ে আমার চোখে চোখ রাখবে

শব্দের ভাঁজে লুকানো হৃদয়ের ভাষা ঠিকঠাক বুঝে নিবে

ওমা, তুমি এতো কিছু ভাবছো?

কিছুটা বিস্ময়ে, কিছুটা উদ্বেগে আমার হাত ধরে হালকা চাপে সাহস দেবে,

শীতল বাতাসে তোমার নিজের শাল গায়ে জড়িয়ে দিবে।

এই যত্ন, স্নেহ, নির্ভেজাল ভালোবাসাটুকুর জন্য এক বিকেলে সূর্যাস্তের আলোয় রাঙিয়ে তুলব পুরো আকাশ।