যে স্বৈরাচারকে হঠাতে পথে নেমেছিলাম,
সে স্বৈরাচারের চলে যাওয়ার দৃশ্য দেখে
মন খারাপ করে ছিলাম,
আর তুমি বলো, আমার মন নেই?

আমার মনের গভীরতা বুঝতে এসো না,
তলিয়ে যাবে, হারিয়ে যাবে।
সংগ্রামের প্রতিটি ধাপে বেদনাময় স্মৃতি
আমার হৃদয়ে অঙ্কিত, গভীরতায় গভীর।

স্বৈরাচারের পতনে আমার হাসি,
তবু সেই বিদায়ে কোথাও
অবশেষে থেকে যায় এক অদ্ভুত শূন্যতা,
তুমি বলো, আমি কি শুধুই পাষাণ?

আমার মনের অন্ধকার কোণে
আছে অনুভবের ঝড়,
যা তোমার সীমাহীন দৃষ্টির বাইরে,
সেই গভীরতায় ডুবতে এলে
তুমি হারিয়ে যাবে, তলিয়ে যাবে।

মনহীন বলে মনে করো যাকে,
তাকে বোঝা সহজ নয়,
প্রতিটি রক্তবিন্দুতে জমা আছে
মায়া, ভালোবাসা আর অশ্রুক্ষয়।

তাই বলি, আমার মনের গভীরতা বুঝতে এসো না,
তলিয়ে যাবে, হারিয়ে যাবে।

নিজের সাথে নিজেই বিদ্রোহ করি প্রতিনিয়ত
প্রতিটি বিদ্রোহের শেষে,
আমার মনে রয়ে যায়
এক বিরাট গভীরতা,

যা তুমি ছুঁতে পারবে না, বুঝতে পারবে না।