বিজয়—
এটি কি সত্যি আমাদের,
নাকি তাদের,
যারা লাল-সবুজের নিচে বুনেছে
ক্ষমতার মায়াজাল?
স্বাধীনতার গল্প কি হারিয়েছে
স্বার্থের অন্ধকারে?
যে পতাকা উড়েছিল ত্যাগের রক্তে,
তার রঙ কি আজও একই রকম টুকটুকে?
কোথায় সেই সমান অধিকার,
যে কথা বলেছিল মুক্তির গান?
কেন কেউ ভোগে বিলাসের ঢেউ,
আর কেউ দাঁড়ায় খালি পায়ে রোদে?
বিজয় কি সেই দিন,
যেদিন স্বাধীনতা পেলো মাটি?
নাকি সেই রাত,
যখন অন্যায় বাঁচিয়ে রাখলো সুবিধাবাদী লাঠি?
বিজয় যদি হয় মানুষের,
তবে মানুষ কেন ভিক্ষা করে অধিকার?
যদি হয় সমতার,
তবে কেন বঞ্চনার মিছিল আজও এত দীর্ঘ?
কেন ক্ষুধার্ত শিশু পথের ধুলোয় খেলে,
কেন শ্রমিকের ঘাম মুছে যায় মালিকের দম্ভে?
বিজয় যদি ত্যাগের,
তবে কেন ত্যাগের গল্প চাপা পড়ে যায়
মিথ্যের গর্জনে?
লাল-সবুজ মানে শুধু রঙ নয়,
এটি ত্যাগের প্রতীক,
সমতার প্রতিশ্রুতি।
যদি তা পূর্ণ না হয়,
তবে বিজয় এখনো অসম্পূর্ণ;
শুধুই এক মিথ্যে নাম।