হে মাবুদ,
আর কত রক্ত চাই তুমি ফিলিস্তিনের আকাশে?
আর কত কান্না শুনবে তুমি এই ক্লান্ত পৃথিবীর বুক থেকে?
শহীদদের রক্তে আলোকিত হয়েছে পথ,
তবু তোমার দরবারে কি এখনো প্রয়োজন আরো বিসর্জন?
আরো রক্ত, আরো আর্তনাদ, আরো ছটফটানি—
আর কত যন্ত্রণা দরকার তোমার জান্নাতের দরজা খুলতে?
আর কত সিপাহী ঝরবে, যারা আর কোনোদিন ফিরবে না?
এই আকাশের নিচে জমে আছে অসংখ্য কান্না,
নিঃশব্দে রচিত হয় হাজারো বিদায়ের ইতিহাস।
তাদের নাম সোনা যাবে কি তোমার জান্নাতে—
যারা থামতে জানে না, আর যারা থেমে যায় শহীদ হয়ে?
১৯ মার্চ, ২০২৫