অন্ধকার ঘর,
হালকা মোমবাতির আলোর নিচে
যতটুকু দেখা যায়
ততটুকু চেনা,
আর বাইরের পৃথিবী
একটুখানি দূরে।