আমাদের কী? আমাদের তো পেট ভরা।
রাস্তায় কারা পড়লো, কারা গুলিতে মরলো—
দেখে ফিরি চোখ সরিয়ে, বলি "রাজনীতি আমি বুঝি না!"
আমরা চুপ থাকি—
কেননা, চুপ থাকলে রক্ত লাগে না হাতে।
চুপ থাকলে দায় আসে না কাঁধে,
চুপ থাকলে ঘাম ভাঙে না, চোখ ভিজে না,
আর আমরা তা-ই তো চাই—
একটা নিরাপদ দূরত্ব,
আরামদায়ক দিনলিপি।
তাতে তাদের কী আসে যায়?
আমাদের তো পেট ভরা।
৬ এপ্রিল ২০২৫ | রাত: ৮:১৬