একুশ এসেছে ফিরে,
মনে পড়ে বায়ান্নের রাজপথ
রক্তিম সূর্য সাক্ষ্য দেয়,
কত রক্ত দিয়েছিল বরকত
খাজার বুলি,পুলিশের গুলি
কেড়ে নিতে পারেনি মাতৃভাষা
রাইফেল,বেয়নেট নাই,কি হয়েছে
আছে ভাষার প্রতি ভালবাসা
একুশ এসেছে ফিরে,
নগরী সেজেছে নতুন করে
ভুলে ভরা বানানে,
নেতার পোস্টারে,ব্যানারে
একুশ এসেছে ফিরে,
ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার
কেউ কি নিয়েছে খবর,
কেমন আছে ভাষাসৈনিকের পরিবার?
ভাষাসৈনিকের রক্তে, শ্রমে
বায়ান্নে দাঁড়িয়ে,গড়েছি কত অট্টালিকা
একুশ এসেছে ফিরে,আবার আসবে ঘুরে
রাখতে হবে ধরে,আছে যত অহমিকা।