প্রতিদিনই দেখছি আমি
মানবতার করুণ মরণ
তাইতো এখন বিলাসিতা
করিনা তোমায় বরণ।
দেখেছি যেদিন ব্যস্ত পথে
রিকশার প্যাডেলে নারীর পা
সেদিন থেকে বিলাসিতা
তোমায় দিলাম মাটিচাপা।
দেখেছি সেদিন তপ্ত রোদে
ইটের ভাঁজে নুয়ানো মা
বিলাসিতা তোমায় দিলাম ছুটি
করিও আমায় ক্ষমা।
দেখেছি যেদিন সাগর পাড়ে
মৃত আয়লানের নিথর দেহ
ছেড়েছি সেদিন এই পৃথিবীর
যত রঙিন মায়া মোহ।
দেখেছি যেদিন পথের মোড়ে
পথশিশুদের ভ্রান্ত ঘুরা
জীবন পথে থামল সেদিন
বিলাসিতার পাগলা ঘোড়া।
পেঠের দায়ে শ্রমিক হয়ে
তবু শিশুর রেহাই নাই
আপন হাতে খুন করে
কবর দিলাম বিলাসিতা তোমায়।
এখনও শুনি শীতের রাতে
বস্ত্রহীনের কাঁপা স্বর
এসব শুনে বিলাসিতা
দিলাম তোমায় অবসর।
এখনও দেখি চলার পথে
মানুষ কুকুর সাথে ঘুমায়
এসব দেখে কেমনে থাকি
তালাক দিলাম বিলাসিতা তোমায়।
সময় হল থেমে যাবার
বিলাসিতা তোমার
এই সমাজে মানবতা যে
আনতে হবে আবার।