গুড়িয়ে দাও যত দেয়াল আছে বিভেদের
উপড়ে ফেল আছে যত চারা বিদ্বেষের
ভেঙ্গে কর চুরমার, যত দ্বার আছে হিংসার
পুড়িয়ে কর ছাই, যত সব অহংকার।
কত চড়ুই,আরশোলা
মানুষের ঘরে পায় ঠাঁই
তবু কেন এত মানুষ
পথের ধারে ঘুমায়?
কত দেশের কত ভূমি
অযথা পড়ে রয়
তবু কেন এত মানবের
সাগরে মরণ হয়?
কেন গহীন অরণ্যে
মানবতার গণকবর রচনা?
জমিহীন,পুঁজিহীন মানুষের
নেই কেন আজ ঠিকানা?
একটু ঠাঁই পাবার অধিকারও
কি তারা রাখে না?
নিপীড়নের স্টিম রোলারে কেন
নিরীহ মানবের প্রাণ যায়?
কেন জালিমের নির্যাতনে
মজলুম নিজভূমি হারায়?
ধরণী চেনার আগেই কেন
অবুঝ শিশু ঝরে যায়?
মানুষ হয়েও কেন মানুষ,
মানুষের রক্ত খায়?
চল সবে মানবতার ঘরে,
খুলি বিবেকের দ্বার
সবে মিলে এক হই
মুক্তি হোক মানবতার।