কত শত,যোদ্ধার মত
স্বাধীনতা আজো পথের ধারে ঘুমায়
মলিন বদনে,অশ্রুসিক্ত নয়নে
আজো তাই
শান্তির পথ খুজেঁ বেড়ায়|
চেতনার বাহাদুরী,স্বজনের আহাজারীতে
কানে আসে স্বাধীনতার চিৎকার
নিথর স্বাধীনতা কাতর তাই
পরাধীনতা দেয় হুংকার|
রক্ত দিয়েও আজো কেন
স্বাধীনতার পায়ে
পরাধীনতার শৃঙ্খল?
আরো কত ত্যাগে,বাঙালি পাবে
স্বাধীনতার সুফল?
অদক্ষ লোকের অপরিপক্ব
হাতে ক্ষমতা,
নিষ্ঠুর নির্মমতায় শোকাতুর জনতা
আজ তাই,মূমুর্ষ অবস্হায়
চিকিৎসাধীন স্বাধীনতা|
প্রশ্ন কর,প্রশ্ন কর
নিজেকে হে বাঙালী জাতি
অনেক সাধের স্বাধীনতা
কেন আজ মৃত্যুপথযাত্রী?
বন্ধ দুয়ারে অন্ধ জনতা
খোঁজে মুক্তির পথ
অচল স্বাধীনতার সচল করনে
নিতে হবে দৃঢ় শপথ|