এমনি কোন সজল দিনে সবুজ পাতায় ছাউনি দিয়ে,
নিঝুম দ্বীপে ঘাসের বুকে রইব তুমি, আমি প্রিয়ে।
মানুষ যেথায় পা ফেলেনি, সেই সুদূরে সাগর বুকে
আমরা দু'জন জড়িয়ে রব গভীর প্রেমের অতল সুখে।
অঝর ধারায় বৃষ্টি যখন ঝরবে নেশার শরাব হয়ে,
দূর হতে দূর-দূরান্তরে ভাসবে প্রেমের বার্তা লয়ে।
কালো মেঘের কাজল ছায়ে ঘন সবুজ পাতার আড়ে,
বনের পাখি লুকিয়ে রবে ছোট্ট নীড়ের অন্ধকারে।
বাতাস যখন ধাইবে বেগে ঘাসের দেহ পড়বে নুয়ে,
গড়িয়ে পড়বে জলের বিন্দু নরম সবুজ চুঁয়ে চুঁয়ে।
হয়তো তখন আমার বুকে
মুখ লুকিয়ে কাঁদবে সুখে।
হয়তো গভীর আবেগ মাখা চোখের তারায় রইবে চেয়ে,
সবুজ দ্বীপের পড়বে ছায়া তোমার চোখে, রইবে ছেয়ে।
আমরা দু'জন হারিয়ে যাব সেই মায়াবীর অতল তলে,
ছোট্ট শ্যামল দ্বীপের বুকে, মানব চোখের অন্তরালে।
বিদগ্ধ এই জগৎ থেকে তোমায় নিয়ে অনেক দূরে
হারিয়ে যাব সেই বীথিকায়, মায়ায় ভরা নিঝুমপুরে।
নীলচে পাহাড়, ঘন সবুজ আর বালুকায় ঢেউয়ের ছলে
অনন্তেরই ছায়ায় যেথা প্রেম জেগেছে পলে পলে!