বরফচূড়ার বুকে,
আনতনয়না সুন্দরী এসে দাঁড়াল পথ রুখে।
বিজলী চমকে চাহনীতে তার
চিনে নিই, সে যে মানসী আমার!
সুধালাম তাকে, "চেনো কি আমাকে, দেখেছো কি কোনদিন?"
বললে সে হেসে, "দেখিনি, শুনেছি।
মনে মনে ধ্যানে প্রহর গুনেছি,
আর ভেবে গেছি, তবে কি এভাবে
একে একে একে দিন চলে যাবে!
না দেখে, বিজনে একা বেলা শেষে
দু' চোখের জলে শুধু ভালবেসে কবে শোধ হবে ঋণ?"
অবাক নয়নে তার কথা শুনে বললাম, "বুঝি তাই?
গ্লাসদোমেখের মেঘেদের দেশে মন খুঁজে ফেরে ঠাঁই!
তবে শুনি দেখি, পবিত্র চিতে সে কেমন ভালবাসা
অদেখার প্রেমে কাঁদালে তোমায়, কেমন সে কূলনাশা?"
শুনে সে বললে, "না, না, সে তা নয়, সে তো অমৃতেরে পিয়ে
এসেছে আমার বুকের গভীরে তোমার বার্তা নিয়ে।
যেই ভালবাসা শুধু কাছে টানে কামনাকে দূরে ঠেলে,
দেবতার পায়ে মাথা কুটে মরে বক্ষের কাছে পেলে!
যেই ভালবাসা তোমাতে-আমাতে হয়েছে অন্তহীন,
সহস্রাব্দ হলো যার কাছে চোখের পলকে লীন;
সেই ভালবাসা দেখিয়েছে পথ আমাদের কাছে টেনে,
যে খোঁজে সুখের চূড়ান্ত সীমা বিনিময়ে হার মেনে!"
মুখে না বাড়িয়ে কোন কথা আর
সঁপে দেই তবে নিজেকে এবার
হৃদয়ের কাছে টেনে নিয়ে তাকে মেঘসমুদ্রে চেয়ে,
এতদিনে তবে খুঁজে পেনু তাকে, স্বপ্নলোকের মেয়ে!
(আল্প্স পর্বতমালার Mont Blanc এর বরফ সাগরে মেঘেদের সাথে বসে রচিত।)