দিন শেষে আসি ফিরে
তোমারই সুখের নীড়ে
রাতের আঁধার চিরে প্রিয়ে।
তোমায় বক্ষে রেখে
বিস্ময়ে চেয়ে দেখে
হৃদয়ে হৃদয় মেখে নিয়ে -
জগৎকে দূরে ঠেলে
তোমাকে দেই ঢেলে
বুকের দ্বার মেলে
ভালবাসা;
তবু মেটে না সাধ
ভেঙ্গেও সব বাঁধ
কি সে প্রেমের স্বাদ,
কাছে আসা।
কর্মব্যস্ত দিন
প্রেমের কবিতাহীন
তবুও বাজে বীণ্
দুলিয়ে মন,
ভেবে সে যায় যাকে
সে যেন কোথায় থাকে
দূর পথে কোন্ বাঁকে
বড়ো বিজন।
ব্যথিয়ে ওঠে বুক
সে চোখ সে চিবুক
সে হাসি সেই মুখ
জুড়ে হৃদয়।
অলসক্ষণে একা
স্বপনে মেলে দেখা
পৃথিবী জুড়ে লেখা -
প্রেমের জয়।
বাজিয়ে বীণা-তার
উঠিয়ে ঝংকার
সুরের ঝর্ণার
স্রোতধারা -
চলতে থাকে বয়ে
যেন বিবাগী হয়ে
বক্ষে স্মৃতি লয়ে
প্রিয়হারা!
তাইতো দিন শেষে
তোমারই কাছে এসে
দাঁড়াই ভালবেসে
প্রিয়তমা -
মনের যত মেঘ,
ভাবনা কি আবেগ
তোমাকে তুলে নিতে,
তোমাকে তুলে দিতে
বুকের ভেতর যত আছে জমা!