ওহে নবীন জেগে ওঠো,
ছাড় নিদ্রার ভান।
খালিদ বীন ওয়ালিদ,
জন্মাবে না বার বার,
ধরো শমসের,
মুক্তি কে করো আলিঙ্গন।
ওহে নবীন জেগে ওঠো,
ছাড় নিদ্রার ভান।
জন্মাবে না ওমর রাঃ আবার,
করো শাষণ দুনিয়ার।
তোমাকে জাগিতে ই হবে,
নয়তো হবেনা দুঃশাসন,
এর অবসান।
ওহে নবীন জেগে ওঠো
ছাড় নিদ্রার ভান।
জন্মাবে না আবু বকর রাঃ,
খড়ং পায়ের শব্দের ভয়ে,
খালি পায়ে হাটবেনা কেউ,
রাত্রি ঘনিয়া হবেনা ভোর,
তোমাকে জাগিতে ই হবে,
করিতে হবে নতুনের অনুসন্ধান।
ওহে নবীন জেগে ওঠো,
ছাড় নিদ্রার ভান।
আলী রাঃ আসবে না আবার,
আসাদুল্লাহ নামে কেঁপে উঠবে না,
শয়তানের মসনদ,
তোমাকেই জাগিতে হবে,
হতে হবে নব জামানায়,
শয়তানের দুশমন।
ওহে নবীন জেগে ওঠো,
ছাড় নিদ্রার ভান,
ভয় কে করোনা বরন,
জয় নিশ্চয়ই হবে,
বলো
"নারায়ে তাক বীর"
"আল্লাহু আকবর"