আমি যাচ্ছি চলে,
মায়া ছেড়ে,
মা কে একা ফেলে,
তোরা খেয়াল রাখিস,
ভালো থাকিস,
আমার মনে পড়ে।
বাড়ির পাশের আম গাছটার,
আমের মুকুল এলে,
বলিস গিয়ে কানে কানে,
আছি অনেক দুরে।
ভালো থাকিস খেলার মাঠ,
সবুজ ঘাসের মেলা।
ভালো থাকিস শালিক চড়ুই,
সরিষার হলুদ ফুল,
ছোট্ট খালের শাপলা সাদা,
পাড়ের কাশ বন।
ভালো থাকিস মেঠো পথের,
গরুর গাড়ির পাল,
সাদা বকে রা বিকাল হলেই,
নিড়েতে ফিরে যাস।
ভালো থাকিস জালালি লোটন,
কালো বুনো কৌতর,
ভোর বেলা তোর বাকবাকুম ডাক,
ভাংগাবেনা ঘুম মোর,
ভালো থাকিস সবাই তোরা,
ভালো থাকিস সবাই তোরা,
আমার চোখেতে জ্বল।