সকাল হতে না হতেই রাত নামে অতি সহজে,
একবার রাত হলে, তার আঁধারতা টা আর কাটতে চাইনা।
অতীত একটি ভয়ংকর আধারের নাম,
যার গ্লানি বয়ে নিয়ে যেতে হবে অন্তিম।
এখানে সকাল হবে ভাবলে ও ভীষণ ভুল হবে।