আমি অসত্যকে সত্য বলিয়া,
মিথ্যায় আলিঙ্গন করিনি,
আমি সত্যকে ভালবাসিয়া,
বাস্তবতার করা ঘাতে,
বার বার ফিরে যেতে চেয়েছি,
অবাস্তবতার দার প্রান্তে।
আমি জাগ্রত থাকিয়া,
নিদ্রার ভান ধরিনি,
রাত কে আঁকড়ে ধরে,
চন্দ্রিকার কাছে প্রশ্ন,
ছুড়ে দিয়েছি হাজারো বার,
উত্তর আসেনি ফিরে,
তবুও নিরাশায় ঘর বাধি নি।
আমি ভালো কে খারাপ বলিয়া,
মন্দকে আশ্রয় দেয়নি,
পথিমধ্যে কাউকে সাহস দিয়ে,
হাত ছেড়ে দেয়নি,
ছেড়েছে গন্তব্য হীন পথ,
ঘুট্ঘুটে কালো মেঘের আঁধারে,
ভালোর উপর মন্দের প্রলাপ।