ভাবছি এবার রাজনীতি করিবো,
করিবো সবার সেবা।
জন্ম না দিয়ে ও কারো কারো,
আবার হইবো আমি বাবা।
রাত্রি জাগিয়া রুহানি ছেলেরা,
চাহিবে ভোট মোর লাগি,
চাহিলে দিবে জীবন,
আমার লাগি-করিবে খুন,
করিবে গুম,
রাজপথ করিবে অবরোধ।
ভাবছি এবার রাজনীতি করিবো,
করিবো দেশের সেবা!
দশ না মিলিলে এগারো হবে,
করিবো সরা কে ধরা।
অনেকের আবার অভিভাবক হইবো,
পোলা রে বাপের বিপরীত করিবো,
যাহা হইবে হোক না তাতে,
বোকাচোদা লোক সবে।
আমার ছেলে বিদেশে পড়ে,
আনিয়া বড় ডিগ্রি,
আমার পরে সেও হইবে,
আমার মতো বড় গুনি।