অতিথি অতীত
বর্তমান নিয়ে ভবিষ্যত অতীতের কাছে ঋনি,
অজস্র রক্তাস্রু ক্ষরনের মধ্য দিয়ে
ক্ষয় হয়ে চলেছি,
মনে পড়ে যাই পৃথিবী আমায় দিয়েছিলো যত সূখ,
সূখের অনুভুতির হিংসাত্মক প্রস্থান,
দুঃখ কে ভালোবেসে আমার বুকে অনন্তকালের স্থান।
চার পাশে সার্থপর সব কাছে আসার গল্প,
মনে পড়ে আমার এই মনে তোমার সে আহ্বান,
প্রতিক্ষনে আর প্রতি মুহুর্তে,
পাতানো সেই প্রেমে ভরেছিলে মনের অভিধান।
ভালো থাকাটা পরবর্তীতে কালো অতীতের আনাগোনায়,
অবশ্যম্ভাবী এক আষাঢ় এর অনুসুচনা মাত্র,
অতিত আমার অনন্তকালের সংগি,
হারিয়েযাওয়া হয়না তার।
পড়ে আছে অতীতের সৃতি বুকভরা,
ফিরে ফিরে চাই অতিথি অতীতের সৃতি মালা,
ভাবি হাসি কাদি নিজেকে আড়াল করে রাখা।
মরুভুমিতে মেঘ চাইবনা ভুলে
জানি আগুনের বৃষ্টি ঝরবে,
ধরে নিয়েছি আমার চোখের জল তোমার হাসির খোরাক,
জীবনের চক্রার আবর্তনে মাটিময় হবে সব।
চিরচেনা অতীত আমার অনন্তকালের অতিথি।
১৯.০১.২০২০