নিশাচর হতে ক্ষতি নেই মোর,
তোমায় সঁপেছি প্রাণ ,
তোমার বাঁধনে বাধা পড়িয়াছে,
আমার জীবন মরন।
নিশাচর হতে ক্ষতি নেই মোর,
প্রদীপ জালিয়ে রেখো,
ভালো বাসিয়াছি তোমায়,
করিয়াছি আত্মসমর্পণ।
দিবা চর হতে আপত্তি রহিয়াছে,
নিশাচর হতেই শখ,
বিভাকরের সাথে আড়ি আমার,
চন্দ্রিকায় করিয়াছি স্নান।
আমার নয়নে ঘুমের ছুটি,
তোমাতে ব্যাস্ত থাক,
আমার জীবনের ঘুম অতিথি,
তোমার জীবনের কুটুম হয়েই থাক।
চাঁদের আলোয় মেঘ পড়িয়াছে,
নদীর জ্বলে র রাগ,
মিথিলা আমার ঘুমিয়ে আছে,
স্বপ্নেরা হিত বাদ,
হাসনাহেনায় বাতাস লাগিয়াছে ,
গন্ধ বিলায়ে যাক।
৩০.০১.২০২০ ইংরেজি