নিলাদ্রিতা

আজ ২০-৬-২০১৮ তুমি এসেছিলে,
সংগোপন ভাবে,
সংগে এনেছিলে হয়তো এক মুঠো ভালোবাসা বা তার ও বেসি,
যেন কোনোএক অচেনাজীবন সঙিনি অনেক ভালোবাসা নিয়ে গেলো,
আর অনেক্খানিক সৃতি রেখে গেলে নিলাদ্রিতা তুমি।

অনেক অনেক ভালোবাসি তোমায়,
সংগে তোমার মুখের হাসি,
আর সব থেকে ভালো লাগা তোমার মাথার চুল,
সত্যি বলছি অসাধারন মায়াময় সুন্দরতা আছে,
তোমার কালোআঁচড় চুলে।

আমিতো তোমায় ভালো করে দেখতেই পারিনি,
কারন তোমার চুলের সৌন্দরজতা,
আমাকে তোমায় ভালো করে দেখতেই দেয়নি!
সামান্য স্পর্শতা মানুষকে এতোটা পাগল করে তুলতে পারে,
আজ বুজেছিলাম তা আমি।

যখন তোমার হাতটি ধরেছিলাম,
কোনো এক একাকিনী সুন্দরী তুমি,
আর সংগে প্রাকৃতিক কোন এক নিরজন নীলাভুমি,
আর সংঘ দিয়েছিল কিছুটা ভিতি আর অনেক্খানিক ভালোবাসা।

নীলাদ্রিতা অসাধারন তোমার মন,
যা তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে আমায়,
অনেক্খানিক ঋনি করেছো তোমার ভালোবাসায়,
যা কখনো ভুলা যায়না অতিসহজে,
আর হয়তো পারেওনা কেও ভুলতে।

ভালোবাসি তোমায়,
আর তোমার সংগোপনে আসা,
আবার চলে যাওয়া মুহুরতো কে,
আর রেখে যাওয়া তোমারই পবিত্রিত ভালোবাসা।

২২.০১.২০২০