নীল শাড়ি
সেই নীল শাড়িটা এখন কি আর পরো?
তোমার জন্মদিনে উপহার দেওয়া সেই সেই শাড়িটা,
মনের ভুলে কপালে তোমার নীল টিপের স্থান হয়?
মনের ভুলে কখনো কি ইচ্ছা হয় আমার হাতটি ধরে,
সরিষা ক্ষেতের পাশে দাড়াতে?
জানি তখন তোমায় খুব বিরক্ত করতাম,
তুমি খুব অভিমান করতে,
বড্ড বেমানান আমি তোমার পাশে,
হলুদের সমুদ্রের মতো হাসি ভরা সরিষা ফুল,
আমায় কি মনে পড়ে?
এখন কি আর যাও সেখানে বিস্তর সরিষা ক্ষেত।
শীতের বিকালে সরিষা ক্ষেতের ধারে,
জড়িয়ে থাকা চাঁদরে,
ধরে থাকা হাতটাকে ঝাপটে ধরে
পাশে কি রবে,
বড্ড আবেগ আমার কি যে বলি,
অভিমানি তুমি বড্ড আমার ক্ষতি।
নিল শাড়ি টা পরতে গিয়ে তোমার চোখে কি
জ্বল আসে?
নাকি শাড়িটা পরই না আমায় মনে পড়বে বলে,
চোখের কোনে আসা জ্বলে কাজল ধুয়ে দেয়?
কারো উপর অভিমান হলে,
এখন ও কি কন্টাক্ট লিস্টে আমার নাম্বার খোঁজো?
অকারনে ঝগড়া করবে বলে,
খুব মিস্ করি তোমায়।
জানো?
আমি ও কাঁদতে ভুলে গেছি,
তোমার নিল শাড়ি পরা ছবিটাও বড্ড ঝাপসা হয়ে যাচ্ছে,
নাকি আমার অতীত ঝাপসা হয়ে যাচ্ছে,
প্রকৃতির কঠিন নিওমে,
ভালো থেকো তুমি আর আমার দেওয়া নীল শাড়ি।
১৮.০১.২০২০