দ্যূ এর নীল দেখিয়া
বিমোহিত হইবোনা,
কারন অর্পিতা আজ জড়ায়ে,
নীল শাড়ি আর,
নীল কাচের চুড়ি,
আজ যেন খানিকটা জোছনা,
ধার করিয়া নিয়াছে।
চন্দ্রিকার আলো কমিয়া,
অর্পিতা কে সঁপে,
নীল জোছনা যেন,
ঢালিয়া পড়িয়াছে,
অর্পিতার অননে।
ননী তে লাক্ষারস হাতে,
নীল চুড়ি যেন পৃথিবীর,
সব সৌন্দর্য কে হারিয়ে,
নির্নিমেষ তাকিয়ে আমি।
তোমাতে হারিয়াছে পৃথিবীর,
সব সৌন্দর্য যত সব,
নীলের মিছিল।
প্রকৃতির সৌন্দর্য,
চাহিয়া নিয়াছে সব মুগ্ধতা,
অপলক ভাবে তাকিয়ে।
যেন দ্যু থেকে নামিয়া,
নীল নলিনী জড়িয়ে,
নীল কাচের চুড়ি,
ঝন ঝন,
শব্দে ভেংগে গিয়েছে,
রিদয়ের সব কয়টি দরজা।
যেন মিশিয়া গিয়াছে,
চোখের তারায়,
নীলের সৌন্দর্য আর,
ঝন ঝন বাজিয়া,
রিদয়ে নীল কাচের চুড়ি।