রাজকন্যা"
হয়তো অনেক দেরি করে ফেলেছো,
না কি?
স্তব্দ হয়ে গ্যাছে তোমার ভালোবাসা,
আর ভালোলাগার মতো সব গল্প।

দেরি করে ফেলেছো খুব,
ফিরে আসতে,
নাকি তোমার পথ হয়ে গ্যাছে,
মরুভুমির মতো?
যে আসলেনা ফিরে,
তোমার পায়ে উত্তাপ লাগবে।

তুমি কি পাথর হয়ে গ্যাছো?
যে শিশিরস্নাত
হবেনা তোমার কাজলনয়ন,
আমাার কথা ভেবে।

তুমি আসবে বলে,
ঝরের মতো,
এলো মেলো হতে শুরু করেছে,
বুকের ভিতরটা,
আর রাশিপরিমাণ বৃষ্টি জমা হতে,
শুরু করেছে আমার দু নয়নে।

আসলেই তুমুল ঝর শুরু হচ্ছে,
বুকের ভেতর টাতে জানো কি?
জানো না তাই?
তোমার  ডাইরির  পাতায় খুজে দেখ,
অনুভব করতে পারবে।

ভালো বাসি তোমায় অনেক বেশি,
বলে রেখেছি হয়তো,
মনে হয় ডাক পিওনের মতো,
হাজীর হই তোমার মনের দরজায়,
আর চিঠিটা হাতে দিয়ে বলি,
ভালো বাসি তেমায়,
আর বাকিটা পড়ে নিও,
এই "নীল এনভেলপ"
এর ভেতরে রাখা চির্কুটে,
লাল কালীর মতো রক্তজলে লেখা,
না বলা কিছু কথা মালা।

২১.০১.২০২০