গুড়ি গুড়ি বৃষ্টি,
দাড়িয়ে ছিলাম রাস্তার পাশে,
কোন এক চায়ের টোংঘরে,
সংগত কোন এক কারনে,
ঘাড় ঘোরাতে দেখতে পেলাম তোমাকে
মিথিলা বলে কেউএকজন ডাক দিলো ।
অপুর্বতায় মুগ্ধ,
স্কুলের ছুটির ঘন্টা,
বাজালে যেমন একটা,
অনুভুতি কাজ করতো,
ঠিক তেমন করে ঠনঠন করে বেজে উঠলো ঘন্টা,
মনের বারান্দাতে,
আমি তাকিয়ে তোমার দিকে,
হারিয়ে গেলে পথ না পেরতই।
তোমায় রাখবো মনে মিথিলা,
তোমায় ঠিকই খুজে বের করবো!
এ শহরের প্রতিটা গলিতে,
এলান করা হবে,
ঠিকই খুজে বের করবো মিথিলা তোমাকে।
পাহারায় থাকবে মন ফড়িংয়ের দল,
নজরদারিতে রাখা হবে,
চৌরাস্তার প্রতিটা সি সি ক্যামেরা,
ঠিকই তোমায় খুজে বের করবো,
যেমন করে খোজা হয়,
কোন টেরোরিস্ট কে।
আমি তোমাকে খুজে বের করবোই,
সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হবে,
পত্রিকা তে তোমার নামে,
কলাম বের হবে,
শিরনাম টা হবে,
এরকম,
"মিথিলার খোজ চাই"
২৪.০১.২০২০