কষ্ট!
কষ্টের ভাষা কারে বুঝাবো,
কষ্ট কারে বলে!
কষ্ট হলো ধূপের আগুন,
বুকের ভিতর জ্বলে।
আমার কষ্ট বাশ্প হয়ে
নয়ন দিয়া ঝরে,
জমিনের কষ্ট বাষ্প হয়ে ,
আকাশ থেকে পড়ে।
বৃষ্টি বলে তারে সবাই
জমিন স্বতেজ করে ,
কষ্ট ধুয়ে চোখের কাজল,
মাটিতে লুটায় পড়ে!