কেমন আছো?


শুধু  একটি কথা শুনবো বলে,
কুয়াশার ভোরে পথ হারিয়ে,
পুনরায় পথের সন্ধানে,
আজো অবধি আমার বেছে থাকা।

শুধু একটি কথা শুনবার অপেক্ষায়,
ঝাপসা আলোর কালো ধোঁয়ায়,
কাঠের এস্ট্রে ভরে গিয়েছে,
তামাকের গুঁড়ো ছায়।

শুধু একটি,
শুধু একটি কথা শুনবো বলে,
রাত জেগে  থেকেছি অনেক,
চোখের জলের ঘনত্ব তা বলে,
দিতে পারে নিমেষে।

শুধু একটি কথা শুনবো বলে,
তোমার দেওয়া পাঞ্জাবি পরে,
নীল শাড়ি পরা তোমার অপেক্ষা,
শেষ হতে হতে যেন,
মিলিয়ে যাচ্ছে সময়ের ভারে।

শুধু একটি কথা শুনবো বলে,
বেচে আছি আজো অবধি,
যাকে অনেকটা অবহেলায়,
অবেলায়  ছুড়ে ফেলে দিয়েছিলে,
তাকে ছাড়া,
কেমন আছো? অন্য কারো হয়ে।