সুরজ ডুবে রাত হয়েছে,
উন্মাদি বৈশাখি ঝড়,
উড়ে গিয়েছে জোড়ার পাখি,
ঘোর অন্ধকার।
কোথাই জানি - হয়েছে ঠাই!
রাত্রি পেরিয়ে সুরজের দেখা,
আহত অনেকটাই,
আসেনি ফিরে জোড়ার পাখি,
নিড়ের ও ঠিকানায়!
কৃষ্ণচুড়ার ফুল ফুটেছে,
হয়েছে অনেক কাল,
ফুট্ফুটে সব রঙ্গের পালক,
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সব,
একটি পালক ভাঙা এই নীড়ে ,
স্বযতনে রাখি,
আসেনি ফিরে জোড়ার পাখি,
হয়েছে কি পাপ জানি?
কখন জানি চোঁখের তারাই ,
রাত্রি নামিবে অন্ধকার ,
আসিয়া যদি না পাইলে মোরে,
না দেখিতে তুমি পাও,
না ফেরার দেশে দিয়েছি পাড়ী,
আসমান ফাড়িয়া ওপার।
মরনের কাছে হেরে গিয়েছে,
অপেক্ষার প্রহর।