স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?
স্বাধীনতা তুমি রাস্তাই নেমে নগ্নতার নাছুনি,
নাকি
অনাহারে থাকা অনাহারির পক্ষে,
নিজেই বলবে স্বাধীনতা আমি সংগ্রামি।
স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?
স্বাধীনতা তুমি দ্রব্য মূল্যের উর্ধমুখী,
নাকি?
৭০ টাকা চাউলের হাসি?
স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?
স্বাধীনতা তুমি হিল্লি বিল্লি ঘুরে বেড়ানো,
দোপায়ে জানোয়ারদের চাকরানী,
নাকি
রিক্সার প্যাডেলে ক্ষত বিক্ষত,
গরিব বাবার একটু মুস্কি হাসি।
স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?
স্বাধীনতা তুমি বারুদের গন্ধ
রক্তের খেলা হোলি
নাকি
নিরাপত্তার স্বার্থে অতন্দ্র প্রহরী???
স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?
নাকি
স্বার্থের ভিড়ে অর্থের লোভে নিজস্ব কেন্দ্রিক,
নাকি
অর্থ স্বার্থের উর্ধে গিয়ে সকলের মুখের হাসি।
স্বাধীনতা
কেন তুমি আমার হওনি?