দুঃখ ফড়িং
পরাজয় নিশ্চিত জেনে ও
ভালো বেসেছি,
অপরাজেয়ই রয়ে গেলো মনের মাঝের দুঃখ ফড়িং,
এলো মেলো করে লাফিয়ে উঠে অর্ধ মৃত ঝিঝি পোকা ডাকার রাতে।
ক্ষত বিক্ষত চৌচির মনের জমিন,
জমিদার মধ্যস্বত্বভোগী খাজনা আমার সূখ,
পরিশোধ করেছি সব খাজনা,
বাকী আছে শুধু খাজনাহীন দুঃখ বিলাসী অতীত।