"আমিও জানি ভালোবাসতে"
রাজকন্যা ছিঁড়ে ফেলেছ হয়তো,
আমার  কষ্টে লেখা চিরকুট গুলো,
মুছে ফেলেছ হয়তো,
আমার দেওয়া সব সৃতি গুলোকে।

ভালোবাসতে আমিও জানি,
জানি রাত জেগে চাঁদ টাকে পাহারা দিতে।
আমিও পারি ছন্ন ছাড়া হাওয়ার সাথে,
দৌড়ে পাল্লা দিতে।

হয়তো পারবোনা তোমার জন্য আকাশ থেকে,
সন্ধা তারা ধরে এনে তোমার হাতে দিতে।

পারবো অনেক গুলো জোনাকির,
টিপ টিপ আলো জ্বলা স্পর্শ এনে দিতে।

পারবোনা হয়তো সাত সাগর পাড়ি দিতে,
পারবো সাগরে খেলতে থাকা ঢেউ গুলো দেখাতে।

পারবো সাগর পাড়ে দাঁড়িয়ে,
অসম্ভব ভালো লাগা সুরুজ ডোবা দেখাতে।


পারবোনা হইত মধ্য পথে,
চলন্ত ট্রেনের নিচে মাথা দিতে।

পারবো তোমার হাত ধরে হাটতে,
আর ভালো লাগার মতো গলাবাজী করতে।

শত বাধা কে উপেক্ষা করে,
বলতে পারব,
ভালোবাসি তোমায় অনেক বেশি।

২৫.০১.২০২০