আমি আসলে সে নই,
যাকে তুমি খুঁজছ,
অদৃশ্য ইন্দ্র জালে,
বাধা পড়ার মতো,
অতটা নির্বোধ,
আমি নই।
অনন্ত এক সুখের,
সপ্ন দেখাবে বলে,
যাকে তুমি খুঁজছ,
আমি আসলে সে নই,
তুমি যাকে খুঁজছ।
দূর্বা ঘাসের মাথায়,
এক ফোটা শিশির কনাকে,
সূর্যের আলোর উত্তাপ,
সামান্য সময়ের মধ্যে,
বিলীন করে দেয়,
আমি আসলে তেমন কেউ নই,
যাকে তুমি খুঁজছ।
বসন্তের সূক্ষ্ম হাওয়ায়,
ঝরে পড়া পাতা রা ,
অতটা ভালো আমি নই,
যে সারা জীবন,
ছায়া আর নির্মল বাতাসে,
শীতল করেছে ক্লান্ত কে,
অবশেষে স্থান তার,
পায়ের তলায়,
আগুনে পুড়িয়ে ছায়।
আমি আসলে সে নই,
বসন্তে ঝরে পড়া পাতার মতো,
যাকে তুমি খুঁজছ।
গভীর সমুদ্র পাড়ি দেওয়ার সময়,
সামান্য কোন ঝড়ে হারিয়ে,
যাওয়া নাবিকের জাহাজ,
আমি নই।
আসলেই আমি সে নই,
যাকে তুমি খুঁজছ।