আমি আসলে সে,
আসলেই আমি সে,
যে তোমার অভ্যাসে,
তোমাতে হয়েছি,
ভিশন খরার কারন,
তোমাতে হয়েছি,
আনন্দ মুখর বাদল।
আমি আসলে সে,
আসলেই আমি সে,
যে তোমার অভ্যাসে,
তোমাতে হয়েছি,
ভিষন এক দাবানল,
তোমাতে হয়েছি,
জোছনার কারন।
আমি আসলে সে,
আসলেই আমি সে,
যে তোমার অভ্যাসে,
তোমাতে হয়েছি,
কালবোশেখি ঝড়,
তোমাতে হয়েছি,
মাঝ রাতের হাসনাহেনার ঘ্রাণ।