এখনো বলতে পারিনি স্পষ্ট
গোপন খাঁচায় বন্দী প্রাণ ভোমরা

পরে বলার বদভ্যাস
বলতে দেয়নি ব্যাক্তিগত ভাষা
শুধু সীমাদৃষ্টিতে ধরা পড়েছে তা ...

বললেই জোলো হতে পারে যা
তা না-বলাই ভাল
সু-সম্পর্কে পড়ুক তাজা নবীন রোদ

ঘুম-জলে ভেজা স্বপ্ন-শরীর থেকে
খসে পড়ে
অজুহাতের স্তর

মুছে যায়
জোড়ক রসনা ...


            ২//  সমর্পণ


তীর ভাঙা ঢেউ
গড়িয়ে খোঁজে নিজস্ব ঠিকানা

এক কক্ষপথ ছেড়ে
অন্য কক্ষপথে যায় মহাকাশযান

নিজেকে প্রকাশ করতে
মধু দিয়ে ফুটে ওঠে ফুল

তেমনই ,ঠিক তেমনই

জলের মতো মানুষ খোঁজে
হৃদয়ের অবয়ব

মহাকাশযানের মতো খোঁজে
সঠিক আস্তানা
আর -
ফুল হয়ে সঁপে দিতে চায়
নিজস্ব -নিজস্বতাকে
অভিসারক অভিসারিকা পাদপদ্মে ......