বাঁক নিয়ে ধরেছি অন্য রাস্তা
ভয়ে ,
যদি ফুঁ-দিয়ে উড়িয়ে দাও
গায়ে বসা প্রজাপতি ......
বাঁক নিয়ে ধরেছি অন্য রাস্তা
আশঙ্কায় ,
যদি কাছে টেনে নাও একান্তে ...
জল ভাঙছে জল
বিষপাথরে
যদি পান কর আকন্ঠ
না -না
নীলকন্ঠ হতে দেবোনা তোমায়
তাই ,--
বাঁক নিয়ে ধরেছি অন্য রাস্তা ...
নীল দড়ি টাঙাতে টাঙাতে
যদি পাল্টে যায় দ্বিধায়
সিঁথির সিদুঁরের রং
ভয়ে
বাঁক নিয়ে ধরেছি অন্য রাস্তা ...
আস্থা ফিরে আসছে দেখে
পাল্টে ফেলেছি নিজেকে
তবু ও
চিনতে পেরেছো তুমি
ফলে
বাঁক নিয়ে ধরেছি অন্য রাস্তা ...
তবু ও উষা আর গোধুলি
যতদিন রং না পাল্টায়
যতদিন দখল না নেয় সিঁথিতে
ভালবাসা ততদিন স্বর্গের ......