ঘামের আঁশটে গন্ধমেখে ফুটপাত
যে-পথেই যাই
আবেগমথিত মাটিতে
যাত্রাপথ হারিয়ে ফেলি মুহুর্মুহু
মাটিতে ছড়িয়ে থাকা
গুপ্ত প্রত্নভাষা জানতে
প্রাকৃতিক রাত
ছাদ-উপত্যকা ধ্বংস করে
উঠে আসে মাস্তুলে
পূর্ণিমার খন্ডিত-খন্ডিত
চাঁআআআআদ-এ ...
মৃত্যুর কলহাস্যে -
হাতে উঠে শঙ্খচূড়ের বিইইইষ ...
প্রাচীরে আয়েশ করে শোয়া বাঘছালে
ফিরিয়ে নিতে
জানে ফুটপাত ,জানে নাচমহল
জানে তীরে পড়া ঢৈউ আআআর
আর জানে ছাদজোড়া নক্ষত্রদল ...
পাইনের ছায়ায় -
পথচলা থেমে যাওয়া পথিকেরা
খোঁজে শান্তির নীড়
হাল-দাঁড়-মাস্তুলে ...
বৃষ্টিচ্ছায়া আঞ্চলের
পাহাড়তলির উপত্যকা আআআর
পাঁক থেকে উঠে আসে
উঠে আসে নবোদ্যমে
আগামীইইইর সমস্ত যতি চিহ্নরা ।।