গোধূলির লজ্জাবনত আভা
কূতহলী হরিণী চোখে লীলায়িত
পূর্ণতা প্রাপ্তির শেষাঙ্কে ।।
সবুজ মননের দ্বারে অপেক্ষারত পান্হ
ক্লান্তির চরম সীমানায় ,
শান্তির বারি সিঞ্চনে হোক মুক্তি
মুক্ত হোক
জীবন রঙ্গমঞ্চের এক অপঠিত দৃশ্যাঙ্ক ।।
পরবর্তীর অপেক্ষায়
পল্লবিত হোক বসন্তের দৃষ্টিময়তা ,
সীমার মাঝে অসীমের হোক যাত্রারম্ভ ।।
অবগুন্ঠন খোল হে পান্হ
দেখো অপেক্ষার অধীর প্রতীক্ষা
ডানা মেলে দাও
তোমার নিজস্ব নীড়ে
যেখান থেকে প্রদোষকালে
যাত্রা হয়েছিল শুরু ।।
সন্ধ্যার প্রথম প্রহরে
করো আঙ্গীকার ; বলো -
শোন অধ্যেতা করো অঙ্গীকার
তমিস্রা কাটবেই কাটবে
তুলে আনবোই
নতুন তাজা তাজা সূর্য-আভা ।।